মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদন হলে সূচনা করেন মন্ত্রী জনাব জাকির হোসেন বাংলা মোদের গর্ব

মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদন হলে সূচনা করেন মন্ত্রী জনাব জাকির হোসেন বাংলা মোদের গর্ব।
এস ইসলাম, নতুন গতি,মুর্শিদাবাদ:
মাননীয়া মমতা বন্দোপোধ্যায়ের অনুপ্ৰণায় বাংলা মোদের গর্ব শুভ সূচনা এবং পুরুস্কার বিতারণ করলেন ।
উপস্থিত :জেলাশাসক জে পি মিনা ,
পুলিশ সুপার অজিত সিং যাদব ।
এই প্রোগ্রাম চলবে তিন দিন ব্যাপী বলে জানান।