|
---|
নতুন গতি, মুর্শিদাবাদ : তৃণমূল দল থেকে বহিষ্কার করা হল মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডলকে। বুধবার মুর্শিদাবাদের বহরমপুর শহরের একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান একটি সাংবাদিক বৈঠকে জানান মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে থেকে দল বিরোধী কাজকর্ম করছেন এবং দলীয় কর্মসূচিতে উপস্থিত না থাকার কারণে তাকে তৃণমূল দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এও জানান, রাজ্য তৃণমূল নেতৃত্তের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনই জেলা পরিষদের সভাধিপতি থেকে তাকে বহিষ্কার করা হবে কিনা সেবিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, এদিনের এই সভায় জেলা পরিষদের ৬৯ জন সদস্যদের মধ্যে ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন।