মুর্শিদাবাদ জেলা পুলিশ ও বহরমপুর পৌরসভার উদ্যোগে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা

 

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : দীর্ঘ ৬ মাস থেকে মহামারী করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেই চলেছে। যেমন ভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে আছে তেমন ভাবেই সুস্থ হওয়ার সংখ্যাও ক্রমশ বাড়তে আছে। আজকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা হলো ১৪ লক্ষ ৪০ হাজার যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ লক্ষ ২১ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার প্রকৃত কারণ হলো দেশের যাবতীয় ডাক্তার নার্স চিকিত্সা বিভাগের কর্মীরা যারা করোনা যুদ্ধে প্রথম সারিতে থেকে লড়াই চালিয়ে গেছে তারাই। গতকাল এই সমস্ত করোনা যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হলো বহরমপুর রবীন্দ্র সদনে।

    গতকাল মুর্শিদাবাদ জেলা পুলিশ, বহরমপুর পৌরসভা ও সিটিজেন ফর সোস্যাল জাস্টিস ইন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদনে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন –
    মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরি রাজকুমার, বিশিষ্ট চিকিৎসক অমরেন্দ্রনাথ রায়, জেলা সুপার দেবাশিস চক্রবর্তী, ডক্টর আরএস প্রসাদ রবি, ডি এস পি ট্রাফিক দীপাঞ্জন ভট্টাচার্য, বিশ্ব আরোহী সত্যরূপ সিদ্ধান্ত সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগন।এদিন যারা করোনা যুদ্ধে জয়লাভ করছে ও যেই সমস্ত সাস্থকর্মীরা করোনা যুদ্ধে জড়িত আছে তাদের সম্বর্ধনা দেওয়া হয়।