|
---|
এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ: বধূ হত্যার সাক্ষী হল সাগরপাড়া। সাগরপাড়ার বধু হত্যা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম রুনা বিবি।প্রায় সাত বছর আগে জলঙ্গীর দেবীপুর গ্রামের মেয়ে রুনা বিবির বিয়ে হয়েছিল জলঙ্গীর সাগরপাড়া রক্সি মোড়ের বাসিন্দা পিয়ারুল শেখ ওরফে তোতা সঙ্গে।
পরিবার সূত্রে জানা যায় বিয়ের পর থেকেই রুনা বিবির সাথে মানসিক ও শারীরিক অত্যাচার করত ইয়ারুল শেখ সহ তার পরিবার।গত বুধবার আনুমানিক রাত্রি সাড়ে এগারো টায় রুনা বিবির গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় স্বামী পিয়ারুল বলে জানিয়েছেন নিবিড়তা রুনা বিবি এমনটাই জবানবন্দি দিয়েছেন তিনি।
স্থানীয় লোকজন রুনা বিবিকে বহরমপুর হসপিটালে ভর্তি করলে, আজ দুপুর দুটো নাগাদ সেখানে মৃত্যু হয় ওই মহিলার। পিয়ারুল সেখ সহ পরিবারের মোট সাতজনকে গ্রেপ্তার করেন সাগরপাড়া থানার পুলিশ।
একই পরিবারে এক বছর আগে প্রাইমারি স্কুলের শিক্ষক আসমাউল শেখও তার স্ত্রীকে পণের জন্য অত্যাচার করত যায় ফলে বিষ খাইয়ে আত্মহত্যা করে তার স্ত্রী।
এক বছর যেতে না যেতেই ফের আর এক বধুকে হত্যা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।