মুর্শিদাবাদের ফরাক্কায় দুই জায়গায় ভয়াবহ ছিনতাই

রাজু আনসারী, সুতি : একইসঙ্গে মুর্শিদাবাদের ফরাক্কায় দুই জায়গায় ভয়াবহ ছিনতাই। নিজের অফিস থেকে বাড়ি ফেরার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কের মাত্র কয়েকশো মিটার দূরত্বে ফরাক্কার বল্লালপুরে ছিনতাইবাজদের কবলে পড়লেন এক আইনজীবী। একই সঙ্গে ছিনতাই করা হয়েছে ফরাক্কার জয়রামপুরেও। লুটপাট করে নেওয়া হয়েছে এটিএম কার্ড, প্রায় ১০ হাজার টাকা সহ বিভিন্ন সামগ্রী। বাইক চালকদের ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয়। মেরে রক্তাক্ত করে দেয় ছিনতাইবাজরা। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এর সৃষ্টি হয় ফরাক্কা থানা এলাকায়। ছিনতাইবাজদের কবলে পড়ে গুরুতর জখম অবস্থায় আইনজীবী সহ আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার সকাল থেকেই এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক পরিলক্ষিত হয়। গ্রামীন এলাকা এবং জাতীয় সড়ক এলাকা থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বে এভাবে ছিনতাই ‘ য়ের ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ফরাক্কা থানা পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।