|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : শুক্রবার মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুরে মুর্শিদাবাদ জেলার নাম পরিবর্তন নিয়ে, একটি প্রতিবাদ সভার আয়োজন করে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। এদিনের প্রতিবাদ সভায় মোঃ জাইসুদ্দিন বলেন মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক জেলা।একদা বাংলা- বিহার -উড়িষ্যার রাজধানী ছিল আমাদের ঐতিহাসিক মুর্শিদাবাদ। ভারত তথা গোটা বিশ্বের ইতিহাসে একটি উজ্জ্বল নাম হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ একটি আবেগ, একটি ইতিহাস। জেলা ভাগ হোক আমাদের কোন সমস্যা নাই কিন্তু মুর্শিদাবাদ জেলার নাম অপরিবর্তিত রেখে জেলা ভাগ করতে হবে। তিনি আরও জানান মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশেষ অনুরোধ যে নতুন জেলার নাম হিসাবে মুর্শিদাবাদ উত্তর , দক্ষিণ, কিংবা পূর্ব নাম রাখা হোক।
শাহাদাত সেখ বলেন এই মুর্শিদাবাদ জেলার নাম মুছে দিলে আমরা পরবর্তীতে বৃহৎ আন্দোলনে নামবো। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায় এর মুখ থেকেই আমরা শুনতে চাই যে মুর্শিদাবাদ জেলার নাম উত্তর মুর্শিদাবাদ, দক্ষিণ মুর্শিদাবাদ হোক।