|
---|
রবিউল ইসলাম,সাগরদিঘি : ২৬শে এপ্রিল ২০২১ মুর্শিদাবাদে প্রথম দফায় ( সপ্তম দফা ) জেলার মোট ৯ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন শেষ হল সোমবার। এদিন সকাল প্রায় ৭ টার সময় ভোট পর্ব শুরু হয়। এদিন জেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটদাতারা তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বুথে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোটাদাতারা নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে খুশি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে জেলার বিভিন্ন এলাকায় অঅল্প-বিস্তর অশান্তি দেখা যায়। বিশেষ করে এদিন মুর্শিদাবাদ,রানিনগর,নবগ্রাম সহ বেশ কয়েকটি কেন্দ্রে অশান্তি দেখা যায়। কোথাও কেন্দ্র বাহিনীর লাঠি চার্জ, কোথাও বিজেপির বা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠে। সাগরদিঘি কেন্দ্রের কাবিলপুর এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোটদাতারা গণতন্ত্রের উৎসবে সামিল হন।তরুন ভোটাররা অনেকে ভোট দিয়ে বেরিয়ে তাদের ছবি পোস্ট করেছে ফেসবুকে।