মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান  এনআরসি বিরুধি সভা করেন।

 

    সজিব, নতুন গতি, মুর্শিদাবাদ খলিলুর রহমান  এনআরসি বিরুধি সভা করেন।খলিলুর রহমান বলেন যে আসামে যে NRC হযেছে তাতে ১৯ লক্ষ মানুষের মধ্যে ১৩ লক্ষ্য হিন্দু এবং ৫ লক্ষ্যের মতো মুসলিম শোনা যাচ্ছে যে আবার কেন্দ্র সরকার এই বিলটা সংশোধন করে নতুন NRC বিল আনছে আসাম সহ সহ সারা ভারত বর্ষে তিনি আরো বলেন যে সাধারণ মানুষকে NRC নিযে অযথা আতঙ্কিত না হওয়ার কথা বলেন তিনি আরোও বলেন যে NRC নিযে নই আগামী প্রজন্মের জন্য আপনার কাগজ পত্র ঠিক রাখুন

    রাজ্য এনআরসি হবে না যতদিন মা মাটি সরকার আছেন। শুধু শুধু সাধারণ মানুষ আতঙ্ক করবেন না বিজেপ তাদের কোথায় কান দেবেন না।

    উক্ত এনআরসি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী গণ।

    ­