মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ছাত্রদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

সামিম হোসেন, বহরমপুর : মুর্শিদাবাদে প্রতিনিয়তই রক্তের সংকট দেখা দিচ্ছে। থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে বিভিন্ন মুমূর্ষু রোগীদের প্রতিনিয়তই রক্তের প্রয়োজন দেখা দিচ্ছে। এই প্রয়োজন মেটাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ছাত্র ইউনিয়নের পরিচালনায় ১৯ই ফ্রেব্রুয়ারী সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিত দেন,গভর্মেন্ট কলেজ অফ নার্সিং এর প্রিন্সিপাল ডক্টর আল্পনাময়ী বেড়া,প্রফেসর ডক্টর চন্দ্রিমা মাইতি ও মেডিক্যাল অফিসার ডক্টর জাকির হোসেন। প্রিন্সিপাল ডক্টর অমিত দেন বলেন “রক্তদান মানে মহৎ দান এই রক্তদানে যে মেডিক্যাল কলেজের ছাত্ররাই এগিয়ে এসেছে এটা দেখে আমি খুবই খুশি হয়েছি। এম বি বি এস স্টুডেন্টরা বিভিন্ন ওয়ার্ডে ডিউটি করতে গিয়ে রক্ত সংকটের সময় রক্তের কতটা গুরুত্ব সেটা বুঝতে পেরে তারা রক্তদান করে মুর্শিদাবাদের ব্লাড ব্যাংকে সাপোর্ট দিয়ে চেয়েছে। এম বি বি এস স্টুডেন্টরা ছাড়াও নার্সিং ও প্যারামেডিকেল স্টুডেন্টরা এই রক্তদান শিবিরে যোগদান করেছে। আসা রাখছি পরোবর্তিতেও তাদের সবার কাছ থেকে এরকম কর্মসূচি দেখতে পাবো।’
ডঃ জাকির হোসেন বলেন, “রক্তদান মানে মহৎ দান, এই রক্তের জন্য আমাদের অনেক সময় দূরদূরান্ত যেতে হয়। আজকের এই কর্মসূচি করার জন্য এম বি বি এস ছাত্রছাত্রীদের আমি আন্তরিক শুভচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’ এছাড়াও এম বি বি এস স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ঋত্বিক বলেন ,” “এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে অনুপ্রেরণা জাগাতে চেয়েছি যেনো আমাদের দেখে এই রক্ত দানের মতো মহৎ কাজে অনেকেই এগিয়ে আসে।’এই শিবিরে মোট ১০০ জন এম বি বি এস, নার্সিং ও প্যারামেডিকেল এর রক্তযোদ্ধা স্টুডেন্টরা স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবিরটি সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৪টা অব্দি চলে।এই রক্তদান শিবির নিঃসন্দেহে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট মেটাতে সাহায্য করবে। তারা এই ১০০ ব্যাগ রক্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেন।