মুর্শিদাবাদে তিন লোকসভা কেন্দ্র এবং একটি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস।

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে তিন লোকসভা কেন্দ্র এবং একটি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ভোটের ফল প্রকাশিত হয়েছে, রাজ্যে তৃণমূল এবার ভালো ফল করেছে। মুর্শিদাবাদে তিন লোকসভা কেন্দ্র সহ ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল।  মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান , বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান । জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এবং ভগবানগোলা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন সরকার। মুর্শিদাবাদ জেলায় সবুজ ঝড় মঙ্গলবার বিকেল থেকে রাজ্য জুড়ে খুশির জোয়ার।

    রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রের মধ্যে বহরমপুর লোকসভা কেন্দ্র ছিলো অন্যতম কারণ সেখানে কংগ্রেসের ৫ বারের সাংসদ অধীর চৌধুরী সঙ্গে ভোট ময়দানো লড়ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান, কিন্তু এবার আর দিল্লি যাওয়া হলো না অধীর চৌধুরীর , একেবারে বহরমপুরের বুকে নতুন ইতিহাস তৈরী করলেন ইউসুফ পাঠান, ২৫ বছরের সাংসদ অধীর চৌধুরীকে ৮৫২৮৩ ভোটে পরাজিত করল। অন্যদিকে মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মোঃ সেলিম কে ১৬৩৯৪১ ভোটে হারিয়ে দিলেন তৃণমূল প্রার্থী আবুতাহের খান।
    একই জেলায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ১১৬৬৩৭ ভোটে আবারও জিতলো তৃণমূল প্রার্থী খলিলুর রহমান।

    অন্যদিকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে ১৫৬১৭ ভোটে জিতলো তৃণমূলের প্রার্থী রেয়াত হোসেন সরকার। সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূলের জয়জয়কার, ধুয়ে মুছে সাপ বিরোধী দলগুলো। এদিন ভোট গণনা শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে রাজ্যবাসি তথা গোটা দেশবাসীকে অভিনন্দন জানান, সেই সঙ্গে ইউসুফ পাঠানকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।