|
---|
মুর্শিদাবাদের জলঙ্গীতে যুব কংগ্রেসের নেতৃত্ব সাহেব নগর খুনের ঘটনায় দোষীদের গ্রেফতার ও এন আর সি বিরোধী পথযাত্রা
এস ইসলাম, নতুন গতি, জলঙ্গী:
মুর্শিদাবাদের জলঙ্গিতে গত ২৯শে জানুয়ারি সাহেবনগরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে এবং CAA NPR NRC বিরুদ্ধে মিছিল করল আজ ডোমকল মহাকুমা যুব কংগ্রেস সভাপতি তথা জেলা যুব কংগ্রেস সহ-সভাপতি ইউসুফ আলী বিশ্বাসের নেতৃত্ব।
আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি,জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি সহ প্রমুখ। এদিন জলঙ্গির কালিগঞ্জ বাজার থেকে জলঙ্গির জোড়তলা তলা বাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিল করেন।