|
---|
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ: স্বামী ও স্ত্রী মিলে অপর এক স্ত্রী পিনজুরা বিবিকে গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে প্রাণে মারার চেষ্টা করেন।ঘটনাটি ঘটেছে ডোমকল থানার অন্তর্গত ১১ নম্বর মধুর কুল গ্রাম পঞ্চায়েতের সুলতান পুর গ্রামের বাসিন্দা পিনজুরা বিবি স্বামী গোলাম শেখ । গোলাম সেখের বাড়িতে পরিকল্পিতভাবে বাড়ির সদস্যগণ মিলে এই গৃহবধূকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আনুমানিক সময় সকাল 10:30 মিি। ওই গৃহবধূটি বাঁচার চেষ্টা করলে তার স্বামীর পরিবার থেকে কেউ এগিয়ে আসেনি। গোলাম শেকের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও পিনজুরা বিবি কে বিবাহ করে নিয়ে আসে। তারপর থেকে গোলাম সেখের প্রথম স্ত্রী ও তার বাড়ির লোকজন অনেক অত্যাচার জ্বালা যন্ত্রণা করে। এবং পিনজুরা বিবি নিজের সাক্ষী দিয়েছে যে গতরাত্রে তার স্বামী এবং তার সতিন মিলে অনেক মারধোর করে । বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আঞ্জুরা বিবি ৩৫,
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যদিও বর্তমানে পরিবারের সকল সদস্যই পলাতক।