|
---|
সংবাদদাতা : ওয়াকফ আমেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মুসলিম নেতৃত্বের প্রতিনিধি দল সংসদীয় যৌথ কমিটির দায়িত্বশীলদের সঙ্গে সাক্ষাৎ করার বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভা সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবহুডের দায়িত্বশীল সদস্য মাওলানা আবু তালিব রহমানী, জামাতে ইসলামী হিন্দের ডাক্তার মশিবুর রহমান ও সাদাত মাসুম, জমিয়তে উলামায়ে হিন্দের মাওলানা ক্বারী শামসুদ্দিন, জমিয়তে উলামা বাংলার মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন, জমিয়তে আহলে হাদিসের মাওলানা জাকির আহমেদ মাদানী ও আলমগীর সরদার এবং সংখ্যালঘু যুব ফেডারেশনের মুহাম্মদ কামরুজ্জামান, ব্রেলি জামাতের মাওলানা মুজাহিদুল ইসলাম হাবিবি, ইমাম মোয়াজ্জিন সংগঠনের সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন বিশ্বাস প্রমুখ।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে সংসদীয় যৌথ কমিটির প্রতিনিধি দলের কলকাতা সফরের সময়ে সমস্ত মুসলিম সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যৌথভাবে ওই দলের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ওয়াকফ আমেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে বক্তব্য লিখিতভাবে পেশ করবেন। এ বিষয়ে প্রস্তুতির জন্য আগামী ৮ নভেম্বর শুক্রবার কলকাতায় আরো একটি বৈঠকের আয়োজন করা হবে।অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের আহবানে কলকাতায় আগামী ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার কলকাতায় মহাসমাবেশ করার বিষয়েও মাওলানা আবু তালেব রহমান সাহেবের প্রস্তাবকে সকলেই সমর্থন জ্ঞাপন করেন।