|
---|
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ি জুটিয়াখালী এলাকায় বিষাক্ত গন্ধের কারণে স্থানীয় বাসিন্দাদের রীতিমত চোখ জ্বলতে থাকে। এমনকি নিশ্বাস প্রশ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল। সংলগ্ন এলাকায় অনেক দোকানদার ভরদুপুরের দোকান বন্ধ করে এলাকা থেকে চলে যায়।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন সংলগ্ন এলাকায় রাস্তার মোড়ে পড়েছিল কিছু তরল পদার্থ, সেখান থেকেই ঝাঁঝালো গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল সকলের, এমনকি চোখও জ্বলছিল। এরপর পুলিশ প্রশাসন এবং দমকল বিভাগকে ঘটনার খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে আসে। দীর্ঘক্ষণ দমকলের আধিকারিকরা ইঞ্জিন থেকে জল দেওয়ার পর পড়ে থাকা তরল ধুয়ে যায়, ঝাঁঝালো গন্ধ বেরোনো বন্ধ হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসীরা।