|
---|
নিজস্ব সংবাদদাতা : কলকাতায় আবারও এক মহিলার রহস্যমৃত্যু! রবিবার সকালে তাঁরই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পূর্ব যাদবপুর থানা এলাকার ছিট কালিকাপুরে একটি ঘর থেকে মিলল এক মহিলার দেহ। মৃতার গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে বলে খবর। কী ভাবে ওই মহিলার মৃত্যু হল, তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।বছর পঁয়ত্রিশের ওই মহিলা এক পুরুষসঙ্গীর সঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার সকালে মহিলার মৃত্যুর ঘটনা প্রথম নজরে আসে স্থানীয়দের। মহিলার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের একাংশের। তাঁর গলায় শ্বাসরোধ করার চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, সকাল থেকেই মহিলার ওই পুরুষসঙ্গী উধাও। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, স্থানীয় এক কারখানায় ওই মহিলা কাজ করতেন। এক মাসের কম সময় ধরে তিনি ওই বাড়িতে ভাড়ায় ছিলেন।