|
---|
জয়গা: রহস্যজনকভাবে নিখোঁজ জয়গাঁ ট্রাফিক থানার সাব-ইন্সপেক্টর রতন কর। ভারত ভুটান সীমান্তর আলিপুরদুয়ার জেলার জয়গাঁ ট্রাফিক থানার সাব-ইন্সপেক্টর রতন কর বুধবার বেলা বারোটা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
এই প্রসঙ্গে জানা গিয়েছে জায়গার এশিয়ান হাইওয়ে নাকা চেকিং পয়েন্টে আসার কথা ছিল তার। সেই কারণে বুধবার বেলা বারোটার সময় থানা থেকে বের হন তিনি। এরপর আর তার কোন খোঁজ পাওয়া যায়নি।