|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : কবি মহম্মদ রাকিম সেখ অনেকটা আকস্মিকভাবে সে আমাদের ছেড়ে চলে গেল।মাত্র ৩১ বছর বয়সে একটি তরুণ প্রতিবাদি কবি প্রতিভার এই আকস্মিক মৃত্যু আমাদের কাছে খুব বেদনাদায়ক। খুব কষ্টের। এ যেন ফুল না ফুটতেই কলিতেই ঝরে গেল।রবিবার ব্যাঙ্গালোরের চিকিৎসাধীন অবস্থায় সে না ফেরার দেশে পাড়ি জমালেন রাকিম শেখ ১৯ জুন বিকেল সাড়ে ৩টে নাগাদ। কিছুদিন আগেই তার হার্ট অপারেশনের জন্য গিয়েছিলেন তিনি ব্যাঙ্গালোরে, হার্ট অপারেশন সাকসেসফুল হলেও তারপরের দিন তার শারীরিক জটিলতা সৃষ্টি হয় এবং এই মারণব্যাধি হৃদরোগ তাকে পৃথিবী থেকে কেড়ে নিল।
একদিকে যেমন তরুণ কবি ছিলেন অন্যদিকে অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠতেন তিনি, তার মৃত্যুর আগে একটি কবিতা লিখেছিলেন হাসপাতলে “দুপুরে আঁধার ঢেকেছে আকাশ,
আলোর কি আর হবে অবকাশ!”
মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ লাগোয়া সাজুর মোড় থেকে একটু ভিতরে মাহাতাবপুর গ্রামের সন্তান।জীবনে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তাকে উঠে আসতে হয়েছিল। সমাজ বদলের স্বপ্ন দেখেছিল। তাই সে যোগ দিয়েছিল সোস্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইণ্ডিয়ায়(এসডিপি আই)।একদিকে সংস্কৃতি চর্চা, অন্যদিকে রাজনীতি। অসম্ভব সাহস আর প্রাণশক্তি ছিল তার। তার এই অকাল প্রয়াণের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু ” যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়”। হে আমার তীর্থ পথের কাফেলা, যেখানেই থাকো , যেন ভালো থাকবে।