নবাব সিরাজ-উদ্- দৌলার ২৬৮ তম শহিদ দিবস পালন

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : নবাব সিরাজ-উদ্- দৌলার স্মরণ সমিতির উদ্যোগে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ- উদ-দৌলার ২৬৮ তম শহিদ দিবস উদযাপন হলো মুর্শিদাবাদের খোসবাগ সমাধিক্ষেত্র, বুধবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর শহিদ দিবস পালন করা হয়, শহিদ বেদীতে মাল্যদান ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহিদ সিরাজের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মরণ সমিতির সভাপতি সনৎ কর, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলম সংবাদ পত্রিকার সম্পাদক আহমেদ হাসনা ইমরান, ছোটে নবাব রেজাআলী মির্জা খান, নজরুল চর্চা কেন্দ্রের সমঋতা মল্লিক, নবাব সিরাজ-উদ্- দৌলার স্মরণ সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস, ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, কবি নওশাদ খান, বিশিষ্ট সাহিত্যিক কাজী আমিনুল ইসলাম, বিশিষ্ট প্রাবন্ধিক মজিবুর রহমান, জয়নুল আবেদীন, অনল আবেদীন, সৈয়দ আব্দুর রাজ্জাক, আলিমুজ্জামান সহ আরো অনেক গুণীজন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিনের স্মরণসভায় সিরাজকে নিয়ে লেখা কবিতা পাঠ হয়, এবং সঙ্গীত পরিবেশন হয়।