নবাবপুর অঞ্চল আয়োজিত দ্বিতীয় বারের ‘দুয়ারে সরকার ‘এর ক্যাম্প!

সেখ আব্দুল আজিম, চণ্ডীতলা : চণ্ডীতলা ১ সমিতি ও নবাবপুর গ্রামপঞ্চায়েত এর যৌথ ব্যবস্থাপনায় গতকাল ১৪ নভেম্বর,সোমবার’নবাবপুর পালপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় বারের দুয়ারে সরকার এর অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চণ্ডীতলা ১ ব্লকের আধিকারিকগণ সহ নবাবপুর গ্রামপঞ্চায়েত এর প্রধান ‘রীনা সাঁতরা ‘সহ উপপ্রধান ‘জাহাঙ্গীর মল্লিক ‘সহ পঞ্চায়েত সমিতির বনভূমি ভূমি রাজস্ব দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ‘মোসারাফ আলি ‘। ‘লক্ষীর ভাণ্ডার -স্বাস্থ্যসাথী -কৃষক বন্ধু ‘সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করতে অগণিত জনগণের উপস্থিতিতে দুয়ারে সরকার এর ক্যাম্প প্রাণবন্ত হয়ে উঠে ছিল। সাধারণ মানুষ আনন্দ উৎসবের মেল বন্ধনে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে অধীর আগ্রহে দাঁড়িয়ে থেকে ক্যাম্প কে সাফল্যমন্ডিত করে তুলেছে। আর উপস্থিত ছিলেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য প্রধান রিনা সাঁতরা উপ-প্রধান জাহাঙ্গীর মল্লিক জানালেন ২৬ শে নভেম্বর আরো একবার ক্যাম্প হবে।