|
---|
সেখ আব্দুল আজিম,চন্ডিতলা : নবাবপুর হাইমাদ্রাসায় ৭৮তম স্বাধীনতা দিবস অতিসমারোহে পালিত হলো।জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার মাননীয় প্রধান শিক্ষক জনাব ফসিহুর রহমান সিদ্দিকী সাহেব।উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং প্রায় ১৫০০ জন ছাত্র-ছাত্রী।ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মাদ্রাসায় এক সুন্দর পরিবেশ সৃষ্টি করে।অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের লুচি, আলুরদম ও মিষ্টি খাওয়ানো হয়।এদিন ছাত্র-ছাত্রীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত নবাবপুর, ভগবতীপুর, এছাড়া শিয়াখালা গ্রামগঞ্জ গুলোতে স্বাধীনতার উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোমের অন্যতম কর্ণধার সেখ গোলাম মোর্তাজা,কাজী হেদায়েতুল্লাহ দেশবাসী ও রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে।প্রসঙ্গত উল্লেখ যে,হুগলি জেলার গ্রাম গঞ্জে বাড়িতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায় এবং সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়।