|
---|
সেখ আব্দুল আজিম,চন্ডিতলা : ১২ আগষ্ট, শুক্রবার নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক ইন্টার ক্লাস ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্বে নবম শ্রেণীর সঙ্গে একাদশ – দ্বাদশ শ্রেণীর ফাইনাল খেলা হয়। এই খেলায় নবম শ্রেণীর ছাত্র আফফানের একমাত্র গোলে নবম শ্রেণী জয়ী হয়। এরপর জয়ী দলের সঙ্গে নবাবপুর মাদ্রাসার শিক্ষকদের প্রীতি ফুটবল খেলা হয় । উক্ত খেলায় তিন তিন গোলে ড্র হয়। সমগ্র খেলাটি খুব সুন্দরভাবে কমেন্ট্রি করেন মাদ্রাসা শিক্ষ্ক শামসুল হুদা। উক্ত খেলায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফাসিহুর রহমান সিদ্দিকী। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক ও সভাপতি, নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের সম্পাদক শাকির ছাড়াও সকল শিক্ষক – শিক্ষিকা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিল । খেলাটি মাদ্রাসার নিজস্ব মাঠ সিংহজোড়ে অনুষ্ঠিত হয়।