|
---|
নবদিগন্ত তে অনিষ্ঠিত হলো মহাসমারোহে স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠা দিবস
আতাউল্লাহ আহমেদ, নতুন গতি, সন্দেশখালী:মহা সমারহে রবিবার, ৩রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল, “নব দিগন্ত” স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠা দিবস। উত্তর চব্বিশ পরগনা জেলার, ন্যাজাট থানার অন্তর্গত একে বারে পিছিয়ে পড়া একটি গ্রাম খাস শাঁকদহে অর্থাৎ নব দিগন্তে এর রেজিস্ট্রারড অফিসে। নব দিগন্ত ২০১৪ সালে শুরু হয়, এই ৫ বছরে তারা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলাতে পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির জন্য সর্বদা কাজ করে চলেছে।
এদিন ছিল সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী পালিত “নব দিগন্ত উৎসব” এর শেষ দিন। পশ্চিমবঙ্গ এর প্রত্যেক জেলা থেকে উপস্থিত হয়েছিলেন নব দিগন্তের সদস্য-সদস্যারা, দাতা, শুভাকাঙ্ক্ষী সহ পশ্চিমবঙ্গ এর বিভিন্ন সমাজ সেবী, ব্যবসায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন গুণীজন ও প্রতিষ্ঠিত ব্যক্তিগন।
নব দিগন্ত প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডাঃ ফারুক হোসেন গাজী বলেন ” নব দিগন্ত ৫ বছর ধরে পশ্চিমবঙ্গ এর ২৩ জেলার পিছিয়ে পড়া মানুষের পাশে সব সময় আছে ও থাকবে, নব দিগন্ত কিছু দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ ছাড়িয়ে জাতীয় স্তরে কাজ শুরু করবে”।
তিনি আরও বলেন ” টাকার অভাবে ছেলে মেয়ে দের পড়াশুনা যেনো বন্ধ না হয়, অসহায় মানুষের চিকিৎসা যেনো বন্ধ না হয়, নব দিগন্ত সর্বদা অসহায় মানুষের পাশে থাকবে” ও” নব দিগন্ত মিশন স্কুলে শিশুদের যেমন ফ্রি তে পড়া শুনা করানো হয় তেমনি কেউ টিউশন ফি না দিতে পারলে, বই খাতা কিনতে না পারলে নব দিগন্ত তাদের পাশে দাঁড়াবে এবং স্কলারশিপ দেবে দুঃস্থ, অনাথ ও এতিম ছাত্র ছাত্রীদের” । উপস্থিত ছিলেন সুদূর সিউড়ি থেকে বিডিও সৈয়দ ইরফান হাবিব(ডি এম ডি সি-সিউড়ি), রুহুল আমিন – এ্যাসিটানট কমিশনার অব রেভেনিউ, মহঃ মহিউদ্দীন – এ্যাডমিন অফিসার, প্রতিরক্ষা মন্ত্রক, ভারত সরকার, শাহনওয়াজ আহমেদ- জুনিয়র এ্যাসিটানট আলিয়া ইউনিভার্সিটি।
ওসমান আলী – ইউ ডি এ – ময়ূখ ভবন, এক্সপ্রো ল্যাব ইনফোটেক প্রাইভেট লিমিটেড এর সি ই ও – হাবিবুর রহমান, রফিকুল আলম – ল্যাব ইনচার্জ – আলিয়া বিশ্ব বিদ্যালয়, ডাঃ সারিকুল ইসলাম – এ্যাসিটানট ডিরেক্টর, এ আর ডি ও চিফ কর্ডিনেটর সি সি সি, নদিয়া সংযোগ, নদিয়া, ডাঃ সাজেদ আলী, ডাঃ মুশরাইল রহমান, ডাঃ মহঃ অনি হক, ডাঃ পলাশ বিশ্বাস, ডাঃ সাজেদ আলী, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া, অল্প বয়সে বিনা চিকিৎসায় মৃত্যু হওয়া বোন মারুফা এর স্মৃতিতে মারুফা স্মৃতি হাসপাতাল গড়ে তোলা ট্যাক্সি চালক শহীদুল ইসলাম ও তার গড়ে তোলা ট্রাস্ট মারুফা স্মৃতি ওয়েল ফেয়ার ট্রাস্ট পক্ষ থেকে আরো কয়েকজন সমাজসেবী, উপস্থিত ছিলেন ইউর হেলথ এর সি ই ও সুদীপ কুমার মুখার্জি, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী এ এফ এম খালিদ, মহঃ আজিবর রহমান, মুজাফফার আহমেদ, তহা হোসেন।
আরও উপস্থিত ছিলেন মহঃ ফাজলে মুরশেদ- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র, এক্সিকিউটিভ এম বি এ- আই আই টি খড়্গপুর ও এ্যাসিটানট ইঞ্জিনিয়র ভোল্ট এ্যাম্প ট্রান্স ফর্মার প্রাইভেট লিমিটেড, গাজী আসিক ইমরান নাওয়াজ- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র, সঞ্জীব সরকার, রফিকুল আলম মণ্ডল, উপস্থিত ছিলেন জেনারেল সার্জেন ডাঃ সাবির আলি, বিশিষ্ট ব্যবসায়ী অনিন্দ্য জি। নব দিগন্ত এর পক্ষ থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক সদস্য শেখ নুরুজ্জামান, আমিনুল ইসলাম খান, মধুমিতা দাস, বাপি খান প্রমুখ।
এদিন শয়ে শয়ে উপস্থিত দর্শক, অতিথি, সদস্য ও গ্রামবাসীদের দের জন্য ছিল বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান ও গুণীজন দের বক্তৃতা। এদিন ছিল জুনিয়র ফ্যাশন শো, দিদি নং ১ ও কে বি সি এর ধরণে কুইজ শো, যেমন খুশি তেমন সাজ, মিউজিক্যাল চেয়ার, নব দিগন্ত মিশন শিশুদের আসর ইত্যাদি, ছিল বস্ত্র বিতরণ, দুঃস্থ ও অনাথ শিশু দের বই, খাতা, ব্যাগ, ছাতা বিতরণ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষিত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা। সব শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।