|
---|
নূর আহমেদ, মেমারি : ৭ ফেব্রুয়ারি বাংলায় একাধিক দূর্নীতির অভিযোগে, আগামী ১১ই ফেব্রুয়ারী বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযান ও আগামি ১৩ই ফেব্রুয়ারি মেমারি নতুন বাসস্ট্যান্ডে বাম নেতা সুজন চক্রবর্তীর জনসভা ও ২৮শে ফেব্রুয়ারি বিগ্রেড সমাবেশ কে সামনে রেখে, ছাত্র যুবর ডাকে রবিবার মেমারি চকদিঘী মোড় থেকে পাল্লারোড পর্যন্ত ছাত্র-যুবদের বাইক মিছিল হয়। মোট ৭৫টি বাইকে মিছিল হয়। মিছিলে ছিলেন জেলা যুব সম্পাদক মন্ডলীর সদস্য স্বরুপ ঘোষ, তারক মন্ডল, ময়ুখ দফদার, তন্ময় মন্ডল অন্যান্যরা। পূর্বের অভিজ্ঞতা থেকে তারা জানান, এবারও যদি নবান্ন অভিযান এর ক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়তে হয়, সেক্ষেত্রে আহত হোক, কিংবা গ্রেফতার, পুলিশি বাধা অতিক্রম করে তারা নবান্নে পৌঁছাবে। পূর্ব বর্ধমানের এসএফআই জেলা সভাপতি বিশ্বরুপ হাজরা জানান আমাদের রাজ্যের তৃণমূলের সরকার বেকার যুবকদের নিয়ে তামাশা করছে। যখন রাজ্যের বেকার যুবকদের বেশামাল অবস্থা। করনা পরিস্থিতি তে বন্ধ যখন রাজ্যে স্কুল, কলেজ। তখন তড়িঘড়ি মাতালদের চাহিদা মেটাতে মদের দোকান খুলতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকার কেউই বেকারদের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি নির্বাচনের সময় দিয়েছিলেন তা পুরোপুরি ভাঁওতা দিয়েছেন। প্রাক্তন ছাত্রনেতা সনৎ ব্যানার্জী বলেন, কাজের দাবী, শিল্পায়নের দাবী নিয়ে আজকের এই মিছিল। দুর্নিতীগ্রস্ত সরকারকে নবান্ন থেকে টেনে নামানোর জন্য ছাত্রযুবরা অভিযান করবে।