নবারুণ সংঘের খুঁটি পূজা, এবারে থিম দুয়ারে দূর্গা মা। 

নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কয়েকদিন পর বাংলার আকাশে বাতাসে বেজে উঠবে আগমনীর শুর তার আগে থেকে প্রস্তুতি শুরু হলো শারদীয় দূর্গা উৎসবের জন্য বুধবার মেঘলা দিনে সঙ্গে সকাল থেকে কখনও ভারি কখন ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে দূর্গা উৎসবের খুঁটি পূজা করলো ডায়মন্ড হারবার ২নং ব্লকের নবারুণ সংঘের সদস্যরা। নবারুণ সংঘের খুঁটি পূজায় অংশগ্রহন করে নবারুণ সংঘের সভাপতি এবং ডায়মন্ড হারবার ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন সহ নবারুণ সংঘের সদস্যরা। আর কিছু দিন পর বাংলার আকাশে বাতাসে বেজে ওঠে,

    ইয়া দেবী সর্বভূতেষু ক্ষান্তিরূপেণ সংস্থিতা।

    নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।। 

    বাংলার বড় উৎসব পালন করবে দূর্গা উৎসব। শারদীয় দূর্গা উৎসব শুরুর প্রস্তুতি শুরু হলো গোয়ানাড়া গোবিন্দপুর নবারুণ সংঘ আজ সকাল থেকে বৃষ্টির মধ্যে ও খুঁটি পূজা করলো গোয়ানাড়া গোবিন্দপুর নবারুণ সংঘের সদস্যরা। ক্লাবের পাশে দূর্গা পূজার খুঁটি পূজা হয় খুঁটি পূজা দেখতে ভিড় জমায় এলাকার বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষ। খুঁটি পূজা শেষে ক্লাব সভাপতি এবং ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরুময় গায়েন জানান , এবারে নবারুণ সংঘের দূর্গা পূজার থিম হবে দুয়ারে দূর্গা মা । তিনি আরও জানান , দূর্গা পূজা শুরুর আগে আজ খুঁটি পূজা সম্পূর্ণ হলো পূজার মাধ্যমে মায়ের কাছে আরাধনা করলাম সুস্থ ও শান্তিতে রাখার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাংলা তথা দেশকে বিশ্বের সেরা করো। এবারের ভাবনা দূর্গা পূজার থিম দুয়ারে দূর্গা মা কারন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে সরকারি বিভিন্ন প্রকল্প পৌঁছে দিতে সরকারকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে মানুষ উপকৃত হচ্ছে সেই ভাবনাকে সামনে তুলে ধরতে এবারে নবারুণ সংঘের দূর্গা পূজার থিম দুয়ারে দূর্গা মা।