নবরূপে বি ডি আর ট্রেনের যাত্রা শুরু বাঁকুড়া থেকে মসাগ্রাম

আর এ মণ্ডল, ইন্দাস : স্বাধীনতার পূর্বোত্তরকালের বি ডি আর (বাঁকুড়া দামোদর রিভার রেলওয়)-র ন্যারোগেজ এর বাষ্প ইঞ্জিন চালিত ট্রেন ব্রডগেজ এ ডিজেল ইঞ্জিনের থেকে বৈদ্যুতিক লাইনে চলা ২২ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে গেলো। করোনাকালে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।তারই মধ্যে দ্রুত গতিতে বিদ্যুতের মাধ্যমে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়।
বর্তমানে একটি ট্রেন বাঁকুড়া মসাগ্রাম চার বার যাতায়াত করবে। বাঁকুড়া থেকে মসাগ্রাম ভোর ৫টায় এবং দুপুর ১টা ২০মিনিটে ছাড়বে। মসাগ্রাম থেকে বাঁকুড়া অভিমুখে সকাল ৮টা ১২মিনিট এবং বিকেল ৫টা ০৬মিনিটে ছাড়বে, চলবে প্রতিদিন। বাঁকুড়া থেকে মসাগ্রাম যাত্রাকালে ইন্দাস স্টেশনে থামলে “বি ডি আর পরিবহন ওয়েলফেয়ার কমিটি”র ইন্দাস শাখা সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানান সভাপতি শ্রীকুমার সরকার এবং সম্পাদক বিশ্বরূপ দে। দপ্তরের সুত্রে খবর অতি সত্বর ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে এবং মসাগ্রাম স্টেশনে সংযুক্ত হয়ে ভায়া মসাগ্রাম বাঁকুড়া হাওড়া সংযুক্ত হবে।