বিশ্বনবী হজরত মহম্মদ( সা:) জন্মদিন উপলক্ষে জানুটোলা সমাজের উদ্যোগে রক্তদান শিবির ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান

নতুন গতি, মোথাবাড়ি: শনিবার উৎসাহ উদ্দীপনায় বিশ্বনবী হজরত মহম্মদ( সা:) জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির ও কৃতিদের সংবর্ধনার আয়োজন করে মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা গ্রামপঞ্চায়েতের জানুটোলা গ্রামের সমাজ । কাঁচালিটোলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরে স্থানীয় পঞ্চায়েত সমিতির মৎস কর্মাধ্যক্ষ মীরা বিবি গতবারের ন্যায় এবারও রক্তদান করে দৃষ্টান্ত গড়েন। মহিলারাও স্বেচ্ছায় রক্তদান করেন । শিবিরে ১১ জন মহিলা সহ মোট ৬২ জন রক্তদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ মালদা কলেজের অধ্যাপক বিশ্বজিত চৌধুরী, প্রধান সান্তারা খাতুন, প্রাক্তন কর্মাধ্যক্ষ দ্বিজেন্দ্রনাথ মন্ডল সমাজ নেতা রেজাউল করিম, মোনতাজ সেখ, সাদিকুল ইসলাম, সাইদুল সেখ, ইঞ্জিনিয়ার বাদিরুদ্দিন সেখ প্রমুখ। গ্রামের শিক্ষক তথা আয়োজক মোহা রেজাউল করিম জানান, “1998 গঙ্গা গর্ভে চলে যায় এই গ্রাম । গঙ্গার ভাঙনে সর্বস্ব হারানো মানুষেরা বাঙ্গীটোলা গ্রামপঞ্চায়েতে এইখানে নতুন বসতি স্থাপন করে নতুন ছন্দে এগিয়ে যেতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, শৌচাগার তৈরি, দুস্থদের পাশে থাকা, কৃতিদের সংবর্ধনা থেকে রক্তদান শিবির সবইতে অগ্রনি ভূমিকা নিতে চাই আমরা। সমাজের বৈঠকে গঠনমূলক ও উন্নয়নমূলক আলোচনা হয়। সেখানে কর্মসূচি রূপায়নের কথা তুলে ধরে সিদ্ধান্ত হয়। গঙ্গার ভাঙনে বিধ্বস্ত এই গ্রাম ঘুরে দাঁড়াতে চাই। তাই বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে এদিন জানুটোলা গ্রামের পরিচালনায় রক্তদান শিবির ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয় ।” প্রসঙ্গত, 1998 সালে পুরাতন ঐতিহ্যবাহী জানুটোলা গ্রাম সম্পূর্ণ গঙ্গা নদীতে চলে যাওয়ার পর বাঙ্গীটোলার পূর্ব পাড়ে এই গ্রাম নতুন করে ২০০০ সালে বসতি গড়ে ওঠে। গ্রামে রয়েছে 325 পরিবার। চাকরি হাতে গোনা কিছু থাকলেও শ্রমিক, রাজ মিস্ত্রি সহ বিভিন্ন কর্ম করে জীবিকা নির্বাহ করেন।তবুও এদিন রক্তদান কর্মসূচি ও গ্রামের মানুষ শিক্ষা ও সামাজিক কাজের মাধ্যমে বার্তা দিতে ও আলো জ্বালাতে বিভিন্ন কর্মসূচি রূপায়িত করে নজির গড়ে তুলতে চায় এই জানুটোলা গ্রাম। গ্রামের মোড়ল মোনতাজ সেখ ও সম্পাদক সাইদুল সেখ, সাদিকুল ইসলাম প্রমুখরা জানান , জানুটোলা সমাজের উদ্যোগে বিশ্ব নবী জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির ও মোথাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের নবনিযুক্ত স্থানীয় চিকিৎসক আশরাফুল সেখ ছাড়া ও গ্রামের দুই এমবিবিএস পড়ুয়া নাজিদুল রহমান, নুর জামানকে সংবর্ধনা জানানো হয়। সভা পরিচালনা করেন ভালুকা আর এম এম এম বিদ্যাপিঠ এর শিক্ষক তথা বাসিন্দা হামিদুল ইসলাম।