|
---|
আজিজুর রহমান, আউসগ্রাম বিশ্ব নবী মহম্মদ সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লামকে কটুক্তি করার প্রতিবাদে আউসগ্রাম ব্লকের গেঁড়াই গ্রামে বিক্ষোভ মিছিল করলেন গ্রামবাসীরা। এদিন সকাল সাতটায় মিছিলটি গ্রামের মসজিদতলা থেকে শুরু হয়ে গোটা গ্রাম পরিক্রমা করে। ওই মিছিলে এক দেড় হাজার ধর্মপ্রাণ মুসলিম মানুষ পা মেলান। মিছিল শেষে গ্রামের মসজিদ তলার কাছে একটি পথসভা করেন তারা। সেখান থেকে নবীর অপমানের প্রতিবাদ জানান গ্রামের মানুষ। নবীকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপি নেতা নবীন জিন্ডাল গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। সভা থেকে প্রতিবাদের সাথে সাথে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন গেঁড়াই জামে পেশ ইমাম হাফেজ আব্দুর রহমান সাহেব। উপস্থিত ছিলেন, মসজিদের সেক্রেটারী রফিকুল ইসলাম, গ্রামবাসী আব্দুর রহিম মল্লিক, হাজী সেখ আব্দুর রহমান, ইমতিয়াজ আলি মোল্লা সহ অনেকে।