নবীনবরণ ও কবি দিবস উদযাপন মামূন ন্যাশনাল স্কুলের বালক শাখায়

নিজস্ব সংবাদদাতা : প্রখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমদ মোর্তাজা(র:) প্রতিষ্ঠিত মামূন ন্যাশনাল স্কুলের বালক শাখায় উদযাপিত হল কবি দিবস। দুই কবির (বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম)জন্মদিন উপলক্ষে কবি দিবস অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে পঞ্চম থেকে নবম ও একাদশ শ্রেণির প্রায় দুই শতাধিক ছাত্রকে কলম ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। পঞ্চম থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্ররা দুটি গ্রুপে জুনিয়র ও সিনিয়র বিভক্ত হয়ে প্রেয়ার হল ও মোর্তজা সেমিনার হলের অনুষ্ঠানে যোগদান করে। উভয় স্থানে শুভ সূচনা হয় কেরাত পাঠের মধ্যে দিয়ে। জুনিয়র বিভাগে কেরাত পাঠ করে সুলাইন শেখ (ষষ্ঠ শ্রেণি) এবং বাংলা ও ইংরেজিতে কেরাতের তরজমা করে সিনদিদ মোস্তাফা(ষষ্ঠ শ্রেণি) ও আফসান আহমেদ (ষষ্ঠ শ্রেণি)। অন্যদিকে সিনিয়র বিভাগে কেরাত পাঠ করে নোমান হক এবং বাংলা ও ইংরেজিতে কেরাতের তরজমা করে তৌফিক খান ও আকরাম শেখ প্রত্যেকেই একাদশ শ্রেণির ছাত্র। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহঃ সানাউল্লাহ মন্ডল। বিদ্যালয়ের বিপুলসংখ্যক ছাত্র অনুষ্ঠানে কবিতা, আবৃতি, রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি পাঠ , কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণ করে। আজকের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম এই দুই কবির জীবন সম্পর্কে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সবশেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।