নববর্ষে সন্ধ্যাকালীন রক্তার্পণ উৎসব পূর্ব বর্ধমানে

নূর আহমেদ, মেমারি : ১৬ এপ্রিল : রবিবার পূর্ব বর্ধমান জেলার বড়শুলে সান্ধ্যকালীন একটি স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। রক্তদান শিবিরে ১০০ জন রক্ত দান করে। বড়শুল কিশোর সংঘের সভাপতি প্রবীর কুমার দাঁ ও সম্পাদক পার্থ ঘোষ জানান “রক্তদান জীবনদান” ও “মানবতার জন্য রক্তদান” এই দুটি মানবিক কথা কে প্রাধান্য দিয়ে নববর্ষে রক্তার্পণ উৎসবের আয়োজন করেছি। রক্তদান শিবির চলাকালীন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন রক্তদান কর্মকান্ডে যুক্ত জেলার ৫টি সংস্থাকে সংবর্ধনা দেওয়া হয়।

    উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক, রমেশ চন্দ্র সরকার, অরুণ গোলদার, বনানী রায়, উদয় রায়, মহিলা ফুটবলার মল্লিকা টুডু, আবু মনিরুদ্দিন সহ অন্যান্যরা।