|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: গ্রেট ইজ গ্রেট এ কথাটার মানে সেরারা তাদের ভালো সময়তেও সেরা থাকে খারাপ সময় কেউ নিজেদের হারিয়ে ফেলে না। টেনিস তারকা রাফায়েল নাদাল এবার ফরাসি ওপেনে দুইটি লক্ষ নিয়ে নেমেছেন। 14 তম ফরাসি ওপেন জয়, এছাড়া নিজের ক্যারিয়ারে 22 তম গ্র্যান্ডস্ন্যাম জয় করা। এবারের ফরাসি ওপেনের সেমি-ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন জেরোভের , দুর্দান্ত লড়াই চলছিল সেমিফাইনাল ম্যাচে। কিন্তু হঠাৎ চোট পান জেরাভ। ম্যাচের ছন্দপতন ঘটে, খেলা থেকে নক আউট হয়ে জান জেরাভ। ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন তিনি।
তবে নাদাল এই প্রসঙ্গে জানিয়েছেন যেভাবে ম্যাচের ফল নির্ধারিত হলো ,তিনি মোটেও খুশি হননি। তার সতীর্থ এবং বন্ধু যে ভাবে ম্যাচ থেকে বাইরে বেরিয়ে গেলেন তিনি দুঃখিত। তাকে সতীর্থ চোট পাওয়া খেলোয়াড়ের পাশে যেভাবে দেখা গিয়েছে ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই। তার খেলোয়াড় সুলভ মনোভাবের কারণে অনেক প্রশংসা কুড়িয়েছেন রাফায়েল নাদাল।