নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পথ থেকে, অপসারিত রানাঘাট পৌরসভার প্রশাসক! তাহলে কি এবার বিজেপির পথে ?

নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া: হঠাৎই নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল পার্থসারথি চট্টোপাধ্যায় কে। সেই সঙ্গে এখন থেকে তৃণমূল কংগ্রেসের কোন সভায় তাকে যোগদান করতে বারণ করা হয়েছে । তার বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া মৈত্র সোমবার চিঠি দিয়ে পার্থসারথি চট্টোপাধ্যায় কে তা জানিয়ে দিয়েছেন।

    যদিও এ বিষয়ে পার্থসারথি চট্টোপাধ্যায়ের বক্তব্য, এতে আমি কোনমতেই অখুশি নই। আমি ওই পদের জন্য লালায়িত ছিলাম না। যদিও দল বিরোধী কার্যকলাপের অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, কোথায় কিভাবে আমি দল বিরোধী কাজ করেছি তা আমার জানা নেই। আমাকে শোকজ করা হয়নি। হঠাৎই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণী কুমার রায়ের বক্তব্য, সভাপতি যা করেছেন, নিশ্চয় বুঝে করেছেন। দল বিরোধী কাজ যদি কিছু হয়ে থাকে, তাহলে তিনি সঠিকভাবেই ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন ।