কৃষ্ণনগরে কৃষকদের স্বপক্ষে কৃষি আইনর বিপক্ষে জনমত গড়ে তোলার সভা

 

    নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া কৃষ্ণনগর বেলডাঙ্গা মোড়ে সারা ভারত কৃষক সভা (বি বি গাঙ্গুলি স্ট্রিট), পশ্চিমবঙ্গ মহিলা সমিতি ও নিখিল ভারত যুব ফেডারেশনের আহ্বানে কৃষক মারা কৃষি আইনের বিরুদ্ধে, দিল্লির সিঙ্ঘু সীমান্তে চলমান কৃষক সংগ্রামের সমর্থনে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, সকলের হাতে কাজের দাবিতে, মহিলাদের জীবন-জীবিকা ও সম্ব্রম রক্ষার দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সারা ভারত কৃষক সভার নদীয়া জেলা পরিষদের সহ: সম্পাদক সঞ্জীব সরকার। বক্তব্য রাখেন মহিলা নেত্রী রীতা বিশ্বাস, BPTA-এর নদীয়া জেলা সভাপতি প্রবীর গোস্বামী, AITUC-এর পক্ষে অমল মজুমদার, তাঁত শ্রমিক নেতা মহাদেব সাধুখাঁ, AIYF-এর নদীয়া জেলা সম্পাদক রাজু মালাকার, AIYF নেতা জয়ন্ত চক্রবর্তী, সিপিআই-এর নদীয়া জেলা সম্পাদক কার্তিক দাস ও পশ্চিমবঙ্গ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা শ্যামশ্রী দাস।
    বক্তারা কর্পোরেট তোষণকারী মোদী সরকারের আনা কৃষি আইন প্রত্যাহারের দাবি জানান। তাঁরা আন্দোলনরত কৃষকদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান। রাজ্যের লুম্পেন তৃণমূল সরকারের সমালোচনা করে দেশ ও রাজ্যকে রক্ষা করতে সংগ্রামী মানুষের পাশে দাঁড়িয়ে সংগ্রামমুখী বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ-দেশপ্রেমিক মানুষদের এক হওয়ার আহ্বান জানান।