|
---|
মঞ্জুর মোল্লা, নতুন গতি,নদীয়া ; ট্রাক্টর উল্টিয়ে মৃত্যু হল ওই গাড়ির ড্রাইভারএর ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার চাপড়া থানা অন্তর্গত হাতিশালা গ্রামে মৃত ব্যক্তির নাম সমিরু সেখ বয়স ২৯। বাড়ি হাতিশালা গ্রামে।মৃত ড্রাইভার এর একটি পুত্র কন্যা সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে খবর আজ সকাল আটটা নাগাদ মাটি থেকে পাট নিয়ে আসার পথে ট্রাক্টর পাল্টি হয়ে গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তেহট্ট মহকুমার হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঈদের পরের দিন কি এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।