নদিয়ার মাজদিয়ার সাংস্কৃতিক মঞ্চের দুর্গাপুজো এ বার পদার্পণ করল ৩০ বছরে তাদের থিম ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হল

নিজস্ব সংবাদদাতা : হাতেগোনা দিন রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। খুশির জোয়ার দেখা দিয়েছে সমস্ত বাঙালির মনে। পুজোর বাজার জমজমাট হয়ে উঠেছে ইতিমধ্যেই। ঠিক তেমনি পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে শহর থেকে মফস্বল পাড়া থেকে বারোয়ারি সমস্ত জায়গায়। আগে থিমের পুজো শুধুমাত্র দেখা যেত শহরতলিতেই। কিন্তু সময় যত এগোচ্ছে শহরের সঙ্গে সাঙ্গে পুজোর প্যান্ডেলের প্রতিযোগিতায় পিছিয়ে নেই গ্রামও।

    নদিয়ার বিভিন্ন বারোয়ারিতে পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। একাধিক বারোয়ারি পুজো কমিটিগুলি শুরু করে দিয়েছে তাদের থিমের প্যান্ডেল বানানো। ঠিক তেমনই নদিয়ার মাজদিয়ার সাংস্কৃতিক মঞ্চের দুর্গাপুজো এ বার পদার্পণ করল ৩০ বছরে। এবং সেই উপলক্ষেই এ বারে তাদের থিম কলকাতার বিখ্যাত ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হল’।তিলোত্তমা কলকাতার কথা উঠলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কথা না বললে সম্পূর্ণ হয় না। নদিয়ার সীমান্তবর্তী এলাকা মাজদিয়ার বহু মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যাকে বলা হয় বাংলার তাজমহল সেই স্মৃতিসৌধ দেখার সৌভাগ্য হয়নি। সেই কারণেই মাজদিয়ার সাংস্কৃতিক মঞ্চের এ বারের ভাবনা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। যথারীতি খুঁটি পুজোর মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। মাজদিয়ার বুকেই কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল গড়ে উঠবে আগামী দু-মাসের মধ্যেই। এই খবর জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা তুঙ্গে।প্রসঙ্গত, এ বছর দুর্গাপুজোয় জেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠছে একাধিক থিমের প্যান্ডেল। যথারীতি শুরু হয়ে গিয়েছে সেই প্যান্ডেল তৈরি করার তোড়জোড়। জেলার কোন ক্লাব অথবা বারোয়ারি সেরার তালিকায় নাম তুলবে তা নিয়ে উত্তেজনা সাধারণ মানুষের মধ্যে।