নদিপুর মাঠে এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য

সেখ সামসুদ্দিন : ১৯ ডিসেম্বর নুদীপুর উৎসব কমিটির উদ্যোগে নদিপুর মাঠে এক দিবসীয় ৮ দলীয় ক্রিকেট প্রতিযোগিতা করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অদ্রীকার রূপায়ণ মেমারি, বর্ধমান ওয়ারিয়রস, ঈশান একাদশ, নুদীপুর মিরাজ ট্রাভেলস একাদশ বৈঁচি, শ্যামনগর একাদশ, মশাগ্রাম স্পোটিং ক্লাব, কৃষ্ণনগর একাদশ ও বুলবুলিতলা একাদশ। চূড়ান্ত পর্বের খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে ঈশান একাদশ ও মিরাজ ট্রাভেলস একাদশ। মিরাজ ট্রাভেলস একাদশ চ‍্যাম্পিয়ন হয়। মীরাজ ট্রাভেলস প্রথম ব‍্যাট করে ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯২ রানের চ‍্যালেঞ্জ রাখে। তার মোকাবেলায় ঈশান একাদশ ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলতে সক্ষম হয়। এই প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ সাগর আলী, ম্যান অব দ্যা সিরিজ লোকেশ চৌহান, বেস্ট ফিল্ডার পলাশ দে, বেস্ট ব্যাটসম্যান সুপ্রিয় চৌধুরী, বেস্ট কিপার স্বরূপ কর্মকার ও বেস্ট বোলার কৌশিক ঘোষ নির্বাচিত হন। এদিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারির বিশিষ্ট চিকিৎসক তথা মেমারি ১ ব্লক আতমা কমিটির চেয়ারম্যান ডাঃ অরিন্দম ঘোষ, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ সাজাহান ও আকবর আলী। প্রথম দিকে ৫ ওভারের খেলা হলেও ফাইনালে ৪ ওভারের খেলা হয়।