|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল, ছয় বছরের মেয়ে উদ্ধার কাজে হাত লাগিয়েছে ডুবুরি, শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলার সীতেশনগরে। বেলা দশটার সময় পাড়ার বাচ্চাদের সঙ্গে নদীতে স্নান করতে গেলে তলিয়ে যায় ছয় বছরের মেয়ে সাদিয়া খাতুন, বাবা মেকাইল সেখ। শনিবার লালগোলা থানার সহযোগিতায় ডুবুরি টিম এসে বহু খোঁজাখুঁজির পরেও মেলেনি সাদিয়ার দেহ।আজ তিন দিন হয়ে গেল তবুও মেলেনি সাদিয়ার দেহ, সাদিয়ার পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।