নদিয়ার ধুবুলিয়া জুয়ার টেকের প্রতিবাদ করায় এক মহিলাকে গুলি করে খুন

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া:প্রতিবেশীদের ঝগড়া থামাতে গিয়ে গুলি করে খুন হল এক মৃত মহিলার নাম রুমা সরকার। দীর্ঘদিন ধরে জুয়ার ঠেক চালানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিবাদ আর প্রতিবেশী হিসেবে জুয়ার ঠেকের প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃত গৃহবধূর নাম রুমা সরকার(২৭)। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধুবুলিয়া টিবি হাসপাতাল সংলগ্ন ৯ নম্বর এলাকায়। স্থানীয় সূত্রে খবর ঘটনায় মূল অভিযুক্ত স্বদেশ বিশ্বাস প্রতিনিয়ত এলাকায় জুয়ার ঠিক চালাত। প্রতিবাদ করলে সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকি দিত।নিজের কাছে সবসময় আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র সহ বোমা মজুত থাকতো বলে অভিযোগ এলাকাবাসীর।টিবি হাসপাতালের জরাজীর্ণ সরকারী ঘরের মধ্যেই জুয়া ঠেক চালাতো। জুয়ার ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ করেও পুলিশ কোনো ব্যবস্থা নিত না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। রবিবার রাতে নিজের পরিবারের মধ্যে জুয়ার ঠেক চালানো নিয়ে বচসা বাধে। সেই বচসা ঠেকাতে গিয়ে শিশুপুত্রকে কোলে করে জুয়ার ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মহিলার মাথা লক্ষ্য করে গুলি চালায় স্বদেশ বিশ্বাস নামে এলাকার যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছে শক্তিনগর জেলা হাসপাতালে। এর আগেও নিজের বৌদি সহ এলাকায় দুজনকে খুন করেছিল বলে অভিযোগ স্বদেশের বিরুদ্ধে। রুমা সরকার কে খুনের ঘটনায় স্বদেশ বিশ্বাস সহ মোট চার জনের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার পর থেকে অভিযুক্ত সকলে পলাতক।অভিযুক্তদের খোঁজে তল্লাশি সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকাবাসীর দাবি এলাকার সমাজ বিরোধী বলে পরিচিত স্বদেশ