নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি,” আলোচনা চক্র বাঁকুড়ার রসুলপুরে।

আর এ মণ্ডল,রসুলপুর : বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের রসুলপুর লজ-এ ২৯ সেপ্টেম্বর রবিবার ১০টা থেকে ১২টা-৩০মিনিট পর্যন্ত জামাআতে ইসলামী হিন্দ এর উদ্যোগে স্বাধীনতার মূল্যায়ন বিষয়ক ,-“নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি,” আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এই মহতী সভা শুরু হয় হাফেজ আব্দুল হাকিমের কুরআন মজীদ পাঠের মাধ্যমে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জামাআতে ইসলামীর বিভাগীয় সম্পাদক মাওলানা আ.ফ.মুহাম্মাদ খালিদ। বিশেষ অতিথি ছিলেন স্বামী অমলাত্মানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশন সোমসার শাখার সম্পাদক। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক শের আলি, সেখ নজরুল আলম প্রাক্তন ডাবলু বি সি এস অফিসার, সেখ আতাউর রহমান গভ: আই টি আই ইন্দাস এর অধ্যক্ষ, প্রাক্তন অধ্যাপক সৈয়দ কুদরতে কামাল জামিয়া মিলিয়া ইসলামিয়া দিল্লি,ডাক্তার শাহনাওয়াজ,প্রাক্তন প্রধান শিক্ষক বীজপুর হাইস্কুল এবং বিশিষ্ট সমাজ সেবী সেখ আজফার হোসেন ও শিক্ষক আলম স্যার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন, ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন পাত্রসায়ের কলেজের অধ্যাপক জিয়াউর রহমান ও শিক্ষক রইস উদ্দিন সাহেব। বর্তমান সমাজে মানুষ এর নৈতিকতা, মানবিক মূল্যবোধ আজ অবক্ষয়ের পথে-। সেই ক্ষয়িষ্ণু সমাজের জন্য স্বাধীন চেতনবোধকে জাগ্রত করতে নৈতিকতাকেই স্বাধীনতার ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে এই আলোচনা সভা। ধর্ম গুরু থেকে প্রত্যেকেই সহজ সরল ভাষায় তাঁদের মূল্যবান অভিমত ব্যক্ত করেন। উদ্যোক্তাদের মধ্য থেকে জানানো হয় যে, সচেতনা মূলক আলোচনা পর্ব চলতে থাকবে। উল্লেখ্য যে জামাতের মহিলা সংগঠন অন্যতম ভূমিকায় আছে। দোওয়ার মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়।