ন্যায্য মূল্য না দিয়েই চাষিদের জমিতে গ্যাসের লাইন গেইলের, বিক্ষোভ মশাগড়িয়ায়

সেখ সামসুদ্দিন : ৮ জুনঃ ভারত সরকারের গেইল সংস্থা গ্যাসের পাইপ লাইনের কাজ শুরু করেছে মেমারি বিধানসভার বড় মশাগড়িয়া এলাকাতে। সেখানে চাষিরা ন্যায্য মূল্য না পাওয়ায় কাজে বাধা দেন। তাদের দাবি যারা সরকারি মূল্য নিয়েছে তাদের জমিতে কাজ হোক কিন্তু যারা সরকারি মূল্য মেনে নেয়নি তাদের জমিতে কোন ভাবেই কাজ করতে দেয়া হবে না। বিশেষ করে রাস্তার ধারে থাকা জমির যে মূল্য ৪ লাখ টাকা কাটা সেইজমি মাত্র ২৫ হাজার টাকা মূল্য দেওয়ায় চাষিরা ক্ষুব্দ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মেমারি ও সাতগেছিয়া থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় উপস্থিত থাকে। চাষীদের মধ্যে ছিলেন সেখানে নিয়ামত আলী, শেখ ওয়ারিস, বশির মল্লিক, শেখ শামসুদ্দিন, মহসিন মল্লিক, শেখ জাকির শেখ শেখ মনির উদ্দিন সহ গ্রামের সকল চাষীরা। সেখানে প্রশাসনের তরফ থেকে বলা হয় ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেককে প্রশাসনকে আবেদন জানাতে, প্রশাসন নিশ্চয়ই বিষয়টি দেখবেন। চাষিরা জানান এ বিষয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলাশাসক বিডিও সর্বত্র জানিয়েও ফল পায়নি। সুতরাং যতক্ষণ না তাদের জমির ন্যায্য মূল্য দেবে তখন তাদের জমির উপর দিয়ে পাইপ লাইনের কাজ করতে দেওয়া হবে না। আরো একটি বিষয় জানা যায় যে সকল চাষিরা মূল্য নিয়েছে বলে দেখানো হচ্ছে তাদের জমির ওপর দিয়ে আদৌ পাইপলাইন যাচ্ছে না এবং সেই সকল জমিকে দেখিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।