|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক: দিনের পর দিন দেশ যেনো পুরো পুরি গুজরাট মডেলে পরিণত হয়ে যাচ্ছে। দেশের সংখ্যালঘু জাতির মানুষ, নিচু সম্প্রদায় – দলিত আদিবাসী জাতির মানুষদের জীবিকা নির্ধারণ করা জটিল হয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থা সরকার নিজের হাতে নিয়ে নিয়েছে। মিডিয়া আজ সরকারের গোলাম হয়ে গেছে। প্রশাসন আজ সরকারের হাতের পুতুল হয়ে গেছে। দেশের যাবতীয় এজেন্সি আজ নিজের অস্তিত্ব হারিয়ে সরকারের দেখানো পথে অতিবাহিত হচ্ছে। দেশের বিজেপি শাসিত রাজ্য গুলোতে নির্যাতনের রেকর্ড ভেঙে দিচ্ছে। পিটিয়ে হত্যা করে দিলে ন্যায় বিচার পাইনা, হাজার হাজার গণধর্ষণ হওয়ার পরও বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা সজাগ হয়না। আজকে প্রশাসন নিজেই নিজের হাতে আইন তুলে নিয়েছে।
কিছুদিন আগে মধ্যেপ্রদেশে এক পরিবার তাদের নিজের জমিতে চাষাবাদ করতে গিয়েছিলো সেখানে প্রশাসন গিয়ে সেই স্বামী স্ত্রী কে তাদের সন্তানদের সামনে নির্মম অত্যাচার করে। তাদের সমস্ত ফসল জে সি পি দিয়ে নষ্ট করে দেই পুলিশ। মধ্যেপ্রদেশের এই ঘটনার জের কাটতে না কাটতে আবারো নির্মম অত্যাচার করে হত্যা গুজরাটে।
গুজরাতের বনসকণ্ঠ জেলার ধনরা তহসিলের রবি গ্রামের পিন্টু গলাচর নামের এক যুবককে ভয়াবহ নির্যাতন করে হত্যা। 25 বছর বয়সের এই যুবককের মৃতদেহ রাস্তার ধারে পড়ে থাকে। ওনার মৃতদেহ দেখে এটা প্রমাণ যে তাকে উলঙ্গ করে হাত পা বেঁধে রাস্তায় রাস্তায় টেনে হেচরে নিয়ে বেড়ানো হয়েছে।