|
---|
নিজস্ব প্রতিবেদন:- আনিস খানের খুনের ঘটনার অভিযোগ তুলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল দার্জিলিং জেলা বামফ্রন্ট আজ সকালে শিলিগুড়িতে দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে ধিক্কার মিছিল করা হয় জেলা বামফ্রন্টের পক্ষ থেকে।মিছিলটি শিলিগুড়ির জেলা সিপিআইএম এর দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু করে সমগ্র হিলকার্ট রোড পরিক্রমা করে । মিছিলে উপস্থিত ছিল জেলা বামফ্রন্টের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা ।মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য এবং জীবেশ সরকার,জীবেশ সরকার জানান রাজ্যে তৃণমূল কংগ্রেস নানাভাবে অত্যাচার করছে সাধারন মানুষের সাথে।আমাদের প্রতিবাদ সেই সব মানুষের জন্য যারা প্রতিবাদ করতে গেলে তৃণমূলের হাতে নিগৃহীত হচ্ছেন।আমাদের বিক্ষোভ চলবে।এবং একদিন সারা বামফ্রন্টের প্রতিবাদ সারা ভারতে ছড়িয়ে পড়বে।আমরা আনিস হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ করছি জানলেন জীবেশ সরকার।