|
---|
বিজেপির নাম বদলের রাজনীতি অব্যাহত এবার সিটি চক নাম থেকে ভারত মাতা চক হলো
নতুন গতি,ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের সিটি চক এলাকার নাম পরিবর্তন করে নতুন করে নাম দিলেন ভারত মাতা চক,নাম পরিবর্তন না করে এলাকার সার্বিক উন্নয়ন করুন বলে দাবি স্থানীয় দের।বিজেপি পরিচালিত পৌরণিগমের এক আধিকারিক জানান যে প্রস্তাব পাসের মধ্যদিয়ে নাম পরিবর্তন করা হয়েছে।যদিও বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে।এই এলাকা টি অনেক পুরনো এখানে প্রতিবছর জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই জন্য অনেক দিন থেকে নাম পরিবর্তন করার কথা চলছিল ।