নামখানা ব্রিজের নীচে লাগল ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার, নামখানা: নামখানায় ব্রিজের নীচে লাগল ভয়াবহ আগুন, বকখালি যাওয়ার আগে হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর তৈরী ব্রিজের নীচে এই আগুন লাগে। ব্রিজের নীচে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাঁশ, কাঠ সহ একাধিক ডেকরেটার্স সামগ্রী মজুত করা হচ্ছিল বলে খবর। সেই সামগ্রীর পাশে আগুন পোহাতেই গিয়ে এই বিপত্তি বলে স্থানীয়দের অনুমান। আগুন লাগার পর ঘটনাস্থলে পৌছায় দমকলের ২ টি ইঞ্জিন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে খবর।