রাজনগরের নতুনগ্রামে নন্দলাল মিস্ত্রির শহীদ বেদীতে মাল্যদান বিমান বসুর

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরে নতুনগ্রামে শহীদ কমরেড নন্দলাল মিস্ত্রির স্মরণে রক্তদান শিবিরে যোগ দিলেন প্রবীণ CPIM নেতা বিমান বসু।
    ২০০৮ সালে মাওবাদীদের হাতে খুন হন CPIM নেতা কমরেড নন্দলাল মিস্ত্রি। ভবানীপুর অঞ্চলের নতুনগ্রামে প্রয়াত নেতার স্মরণে রক্তদান শিবির আয়োজিত হলো রবিবার। DYFI ও SFI এর উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজিত হয়। এই রক্তদান শিবিরে প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হন পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য তথা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এরপর শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিমান বসু এবং শহীদ নন্দলাল মিস্ত্রির পরিবারের লোকের সাথে দেখা করেন তিনি। উপস্থিত ছিলেন পলিট ব্যুরোর সদস্য ডক্টর রামচন্দ্র ডোম, CPIM লোকাল কমিটির সম্পাদক তথা প্রয়াত নেতার পুত্র উওম মিস্ত্রি সহ শীতল বাউরী, শুকদেব বাগদি, রুদ্রদেব বর্মন, সুপ্রিয় ভট্টাচার্য, লক্ষীরাম হেমরম, সৌরভ ঘোষ, ধনঞ্জয় লোহার, তরুণ মালি, সামিউল আক্তার সহ অন্যান্যরা।