নবগ্রাম পুলিনবিহারী উচ্চ বিদ্যালয়ে রক্তদান ও শীতবস্ত্র প্রদান কর্মসূচী করা হয়

সেখ সামসুদ্দিন, ২ ডিসেম্বর : নবগ্রাম নব তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে নবগ্রাম পুলিনবিহারী উচ্চ বিদ্যালয়ে রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান কর্মসূচী করা হয়। বর্ধমান শহীদ শিব শংকর সেবা সমিতি রশ্মি ব্লাড ব্যাংকের সহযোগিতায় ৫০ ইউনিট মহিলা পুরুষ নির্বিশেষে রক্তদান করেন। এদিন মঞ্চ থেকে ৩০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খান, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিস সেন, আজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক ঘোষ, বিদ্যালয় পরিচালন সভাপতি হিল্লোল কান্তি গোস্বামী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনুপ কুমার চৌধুরী, নব তরুণ সংঘের সভাপতি আশীষ ঘোষ, সম্পাদক সৌমেন ঘোষ সহ সকল সদস্যবৃন্দ। পঞ্চায়েত সমিতির সভাপতি নব তরুণ সংঘের এদিনের এই উদ্যোগকে সাধুবাদ জানান। একইসঙ্গে বলেন এই ধরনের রক্তদান শিবির করার ফলে বহু থ্যালাসেমিয়া রোগী থেকে জরুরী কালীন চিকিৎসায় রোগীদের রক্তের ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব হচ্ছে।