|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রবিবার সকাল ১১ টা নাগাদ আলিপুরদুয়ার চৌপথি এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করল আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেস। জানা গেছে এদিন আলিপুরদুয়ার চৌপতি এলাকায় গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আলিপুরদুয়ার চৌপথি এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে পথে বসে লাকড়ির উনোনে রান্না বসিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
পরবর্তীতে চৌপতি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা। জানা গেছে এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন তৃণমূল যুব কংগ্রেস কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাবলু কর, তপন ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দিবাকর দাস সহ অন্যান্য যুব তৃণমূল নেতৃত্বরা।