নারীর অধিকার রক্ষায় হতে চলেছে অঙ্গীকার যাত্রা

    আয়ুব আলি : নারীর মর্যাদা ও নিরাপত্তার দাবিতে আগামী ৯-১৬ ডিসেম্বর এক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে ‘অঙ্গীকার যাত্রা’র আয়োজন করা হয়েছে ‘ব্যারাকপুর অঙ্গীকার যাত্রা অভ্যর্থনা কমিটি’র আয়োজনে। সেই উপলক্ষে এক প্রেস কনফারেন্সে সংগঠনের লক্ষ্যের কথা তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ। আজ ২৯ নভেম্বর আয়োজিত এই প্রেস কনফারেন্সে ‘ব্যারাকপুর অঙ্গীকার যাত্রা অভ্যর্থনা কমিটি’র সদস্যরা বলেন, “নারীর লাঞ্ছনা মানব সভ্যতার লজ্জা। রাজ্যের কোনও না প্রান্তে প্রায় প্রতিদিনই নারী নির্যাতন, নারীহত্যা, ধর্ষণ বেড়েই চলেছে। ফলে স্বাভাবিকভাবেই নাগরিক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া অন্য কোনও পথ নেই। আর সেই প্রতিরোধ গড়ে তুলতেই ৯ ডিসেম্বর নারীমুক্তির অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন থেকে ১৬ ডিসেম্বর আরজি কর হাসপাতালের নির্যাতিতা অভয়ার জন্মদিন হিসাবে গোটা সপ্তাহটি বেছে নেওয়া হয়েছে।”
    এই অঙ্গীকার যাত্রায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষকে সামিল হবার জন্য আহ্বান জানিয়েছেন ‘ব্যারাকপুর অঙ্গীকার যাত্রা অভ্যর্থনা কমিটি’র সদস্যরা।