নারীশক্তি ফাউন্ডেশন এর প্লাস্টিক বর্জন কর্মসূচী

নতুন গতি প্রতিবেদক : “নারীশক্তি ফাউন্ডেশন” এর পক্ষ থেকে আরো একবার প্লাস্টিক বর্জন কর্মসূচী। বাঁশদ্রোনী বাজারে। আজ সহযোগিতায় ছিলেন “নেতাজী নগর ডে কলেজ” সঙ্গে অধ্যক্ষ শ্রীমতী সোনালী ব্যানার্জী, কলেজ অধ্যাপক এবং ছাত্রছাত্রীবৃন্দ।

    আগামী প্রজন্ম যাতে দূষণ মুক্ত সুস্থ পরিবেশ পায় এবং সুন্দর ভাবে বাঁচতে পারে তার জন্য এই পথে নামা। বর্তমান সময়ে প্লাস্টিক যে ভাবে পরিবেশকে দূষিত করছে, মানুষের শরীরে প্রতিদিন যে ভাবে প্লাস্টিকের বিষাক্ত রাসায়নিক বিষ মিশছে, তার ফলে শুধু মাত্র আমাদের নয়, সদ্যজাত সন্তান ও আগত সন্তানদেরও ক্ষতি হবে। এমনকি বয়স্ক মানুষদেরও বিভিন্ন রকম শারিরীক অসুস্থতার সম্মুখীন হতে হচ্ছে। অল্প বয়সে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছে যুব সমাজ। প্রতিমুহূর্তে দূষণের কবলে পড়ছে নদী, সমুদ্র, পুকুর, মাটি।

    সংগঠনের আহ্বান, এই বিষকে সমূলে উৎখাত করে বসুন্ধরা কে শস্য শ্যামলা ও বিশুদ্ধ জলবায়ু যুক্ত রাখার দায়িত্ব আমাদের সকলের। সকলের সহযোগিতা আগামী দিন পৃথিবীকে আরও সুস্থ এবং সুন্দর করে তুলতে পারে। তাই প্লাস্টিক বর্জন করুন, সুস্থ সমাজ গড়ে তুলুন। একইসঙ্গে এদিন পথচলতি মানুষের হাতে পরিবেশবান্ধব ব্যাগ তুলে দিয়ে বার্তা দেওয়া হয় বাজারের জন্য বাড়ি থেকে নিজেদের ব্যাগ বহন করুন।