মাদ্রাসা বোর্ডে প্রথম হওয়া নাসিফা খাতুনকে সম্বর্ধনা দিলেন থানার আইসি, জঙ্গিপুর সংসদ ও SDPI

আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ: এই বছর মাদ্রাসা বোর্ডে রাজ্যে প্রথম হয়েছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের বাসিন্দা এক রাজমিস্ত্রির কন্যা নাসিফা খাতুন। পিতা দিন মজুর করে সংসার চালান, আর নাসিফা মায়ের সাথে বিড়ি বেঁধে পড়া শোনা চালিয়ে যান। আর্থিক সমস্যাকে দূর করে সাফল্য এনেছে এই দারিদ্র্য পরিবারে মেয়ে নাসিফা খাতুন। ওনার এই সাফল্যতে উল্লাসে মেতে আছে এলাকাবাসী। আজকে ওনার কাছে পৌঁছান রঘুনাথগঞ্জ থানার প্রশাসন।

    আজকে রঘুনাথগঞ্জ থানার আইসি সৌকত রায় নাসিফা খাতুনকে সম্বর্ধনা দিতে পৌঁছায়। সম্বর্ধনা দেওয়ার পর নাসিফাকে আশ্বাস দেন তিনি পড়াশুনা চলাকালীন যেই রকম সাহায্য প্রয়োজন তিনি সাহায্য করবেন। এছাড়াও তিনি বলেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের এলাকার সমস্ত মেধা ছাত্র ছাত্রীদের তিনি সম্বর্ধনা দেবেন।

    এছাড়াও আজকে জঙ্গিপুর লোকসভা সংসদ খলিলূর রহমান মহাশয়ের তরফে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসা বোর্ডে রাজ্য প্রথম স্থান অধিকারিণী নাসিফা খাতুনকে ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় ৪৯৪ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকারী স্বাগতা দাস কে সংবর্ধনা দিলেন তিনি।

    তাছাড়া গত কালকেও সোস্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) রঘুনাথগঞ্জ ব্লকের তরফে নাসিফা খাতুনকে সম্বর্ধনা দেন রঘুনাথগঞ্জ ব্লক ২ এর সম্পাদক মহম্মদ সেলিম মহাশয়। উপস্থিত ছিলেন SDPI আরো অনেক নেতৃবৃন্দ।