প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্ট এর উদ্যোগে বিধান ভবনে পালিত হল জাতীয় শিক্ষা দিবস

নতুন গতি ডেস্ক : আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে বিধান ভবনে পালিত হল স্বাধীনতা সংগ্রামি ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের ১৩৩ তম জন্মদিবস ও জাতীয় শিক্ষা দিবস।  উপস্থিত ছিলেন রাজ্য সভার মেম্বার অধ্যাপক প্রদিপ ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ও প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের প্রাক্তন চেয়ারম্যান মিল্টন রশিদ তথা বর্তমান চেয়ারম্যান সামিম আখতার বলেন মাওলানা আবুল কালাম আজাদ ভারত বর্ষের অন্যতম নেতা যিনি স্বাধীনতার পরে শিক্ষাক্ষেত্রে অন্যতম ভুমিকা রাখেন যার উপস্থিতি আজকেও লক্ষ্যনিয় ও নতুন প্রজন্ম কে উনার জীবন শিক্ষা নিয়ে তা পাথেয় বানানো উচিত ।

    এছাড়াও আরোও উপস্থিত ছিলেন ছাত্র নেতা জুনাইদ আলি , মানোরিটি ডিপার্টমেন্ট এর সম্পাদক
    তথা কোলকাতা হাইকোর্ট এর বিশিষ্ট আইনজীবি আসফাক আহমেদ ও প্রায় ৬০০ জন বিভিন্ন জেলা থেকে উপস্থিত ব্যক্তি গণ  ।